করনদীঘিতে শুরু হল উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা।বুধবার এই মেলা উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা করনদীঘি ব্লক প্রাঙ্গন থেকে শুরু হয়ে স্থানীয় উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সমাপন হয়।এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন,গোলাম রাব্বানী, সত্যজিৎ বর্মন,উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি পম্পা পাল,জেলাশাষক সুরেন্দ্র কুমার মীনা,জেলা পুলিশ সুপার সানা আকতার,রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস,ইসলামপুরের পৌরপতি কানাইয়ালাল আগরওয়াল,ডালখোলার পৌরপতি স্বদেশ সরকার,করনদীঘির বিধায়ক গৌতম পাল।এদিন ফিতা কেটে এই মেলার শুভ সূচনা করেন বিশিষ্টজনেরা।করনদীঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন,উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা ২২ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত চলবে।এখানে স্বর্নজয়ন্তী দলেরা বিভিন্ন স্টলে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রয় করবেন।জেলার বিভিন্ন ব্লকের দলেরা তাদের হাতে তৈরী সামগ্রী এখানে এনেছেন।এই মেলাতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও রয়েছে।মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বি করার লক্ষ্যে এই মেলা আয়োজিত হচ্ছে।মহিলাদের উৎপাদিত পন্য বাজারজাত করার সুযোগ থাকছে এই মেলাতে।সভাধিপতি পম্পা পাল বলেন,প্রথম দিন থেকেই সবলা মেলা জমে উঠেছে।অনেক দলেরই স্টলে বিকিকিনি ভালো হচ্ছে।মেলা আরো জমে উঠবে।