রাতের অন্ধকারে সিঁধ কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার টেংরাবার গ্রামে ।পুরনো দিনে বয়স্ক মানুষদের কাছ থেকে সিঁধ কেটে চুরির ঘটনা শোনা যেত, আর সেই সিঁধ কেটে চুরির ঘটনা ঘটলো রামগঞ্জ এলাকার টেংরাবার গ্রামে। বাড়ির মালিক আক্তার আলি জানিয়েছেন, দুষ্কৃতীরা ঘুমের সুযোগ নিয়ে বাড়ির ভিতরে দোকানের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে । দোকানের ক্যাশ বাক্স সহ মোবাইল এবং দোকানের বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার লিখিত অভিযোগ পুলিশকে করবেন এবং দোষীদের শাস্তির দাবি করবেন বলে জানান বাড়ির মালিক আকতার আলি । তবে এ ধরনের ঘটনা এলাকায় বিগত কয়েক দশকে ঘটেনি বলে জানান স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জানান এই ঘটনা দ্রুত পুলিশকে জানানো হবে কারণ আজকে আক্তারের বাড়িতে হয়েছে কালকে হয়তো আরও অন্য কারো বাড়িতে হতে পারে। তাই দ্রুত প্রশাসনের আশ্রয় নিয়ে দুষ্কৃতিদের দমন করার অনুরোধ জানানো হবে ।