রেল লাইনের উপর দিয়ে ফ্লাইওভারের দাবিতে এবার বিহার বাংলা যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন চত্বরে।
উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল
ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী,৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস সাহা, বিহারের কিশান্গঞ্জ জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি শামশাগাজ সহ অন্যান্য নেতৃত্বরা।
আলিনগর স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন ম্যানেজার কে।
তাদের দাবি ইসলামপুর আলিনগরের অবস্থিত যে রেল গেটটি রয়েছে সেই গেটে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয় তাই সেখানে দীর্ঘদিন ধরে দাবি করে আসা হচ্ছে একটি ওভারব্রিজের সেই মতো রেলের কাছে এর আগেও দাবি পত্র পেশ করা হয়েছে বলে জানিয়েছেন। তাদের দাবি ওভার ব্রিজ তৈরি করা হোক।