মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাটাগোড়া এলাকায়। মৃত দুই যুবকের নাম মহম্মদ মিরাজ ও উমর আলি। দুইজনেরেই বাড়ি ইসলামপুর থানার রাজু বস্তি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই যুবক বাইকে করে ইসলামপুর দিক থেকে পাটাগোড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ