অবৈধ বালি চুরি রুখতে চোপড়ার নারায়ণপুর এলাকায় ডোক নদীর ঘাটে পুলিশকে সাথে নিয়ে ব্লক প্রশাসনের যৌথ অভিযান। জানা গিয়েছে বৃহস্পতিবার চোপড়া নারায়ণপুর এলাকায় ডোক নদীর ঘাটে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বালি তোলার মেশিন ও সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোপড়ার নারায়ণপুর এলাকায় ডোক নদী থেকে বালি মাফিয়ারা অবৈধ ভাবে বালি চুরি করে পাচার করার অভিযোগ উঠে আসছিল বহু দিন থেকে। এরপর চোপড়া থানার পুলিশ, ব্লক প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ অভিযান চালিয়ে নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার মেশিন ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে এবং সেগুলোকে থানায় নিয়ে যাওয়া হবে। এই বালি চুরির সঙ্গে যারা যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।