মহাকুমা উদ্যান ও পালন বিভাগের উদ্যোগে আজ বিডিও অফিসের মিটিং হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির।অনিক মজুমদার মহকুমা উদ্যান ও পালন বিভাগের আধিকারিক জানান, শীত মৌসুমের কৃষকেরা কিভাবে সবজি চাষ করবেন এবং অধিক ফলন লাভ করতে পারবেন তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ এছাড়াও তিনি আরো বলেন, প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে উন্নত মানের বীজ এর প্যাকেট তুলে দেওয়া হবে।এই প্রশিক্ষণে লাভবান হবেন কৃষকেরা ।ইসলামপুর মহকুমার ইসলামপুর ব্লক দিয়ে শুরু হল আগামী দিনে মহকুমার প্রত্যেকটি ব্লকে এই প্রশিক্ষণ হবে।