রামগঞ্জের ভীমগছ সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি।এই ঘটনায় রামগঞ্জের ধুরারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।জানা যায় ওই মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খোলেল বাড়ি পশ্চিম ধুররায়। বয়স অনুমানিক ৪৫ বছর।সন্ধ্যায় চা ফ্যাক্টরিতে রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি আসার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক সাথে সাথেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পশ্চিম ধুররার খোলেল নামে ওই ব্যক্তির।ঘটনা স্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ পুলিশ এসে ওই গাড়িটিকে আটক করে এবং গাড়ির ড্রাইভার ও আরেকজন সহ গাড়ির টিকে নিয়ে যায় পুলিশ।
পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির জানান, যে ঐ ভদ্রলোক রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে বাড়ি আসার পথে পিছন থেকে ট্রাক ধাক্কা মারায় ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনা লিখিত অভিযোগ জানাবো আমরা যার মৃত্যু হয়েছে তার বাড়ি রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধুররা গ্রামে। তার একটি মাত্র মেয়ে। কিছু দিন পরেই মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল।