প্রাপ্য কমিশন না দিয়ে সেই টাকা থেকে কাটমানি খাচ্ছেন মালিক পক্ষ বলে অভিযোগ ডেলিভারি বয়দের। তাই বাধ্য হয়ে প্রাপ্য কমিশন এবং বোনাস সহ পাঁচ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে সত্যেন গ্যাস সার্ভিসের ডেলিভারি বয়রা। ডেলিভারি বয়দের কর্মবিরতির জেরে হয়রানির শিকার গ্রাহকরা। এমনি চিত্র ধরা পরল ইসলামপুর শহরের নিউ টাউন রোডে। মঙ্গলবার পাঁচ দফা দাবিতে গ্যাস সার্ভিস সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভ ডেলিভারি বয়দের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ডেলিভারি বয়দের অভিযোগ ২৯ টাকা ৩৬ পয়সা কমিশনের বদলে ১০ টাকা করে কমিশন দিচ্ছে মালিক পক্ষ। এর ফলে গ্রাহকদের কাছ থেকে ১০/২০ টাকা করে চেয়ে নিচ্ছেন ডেলিভারি বয়রা। এর ফলে মাঝেমধ্যে গ্রাহকদের সাথে বচসায় জড়িয়ে পড়তে হয় ডেলিভারি বয়দের। এছাড়াও প্রতিবছর ১০ হাজার টাকা বোনাস, মেডিক্যাল ফেসিলিটি, পিএফ চালু সহ পাঁচ দফা দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে ডেলিভারি বয়রা। তাদের দাবি মালিক পক্ষ প্রাপ্য কমিশন দিয়ে দিলে তারা কর্মবিরতি তুলে নেবেন। যদি তাদের এই দাবি না মানা হলে তাদের এই কর্মবিরতি চলতে থাকবে জানিয়েছেন ডেলিভারি বয়রা। অন্যদিকে এবিষয়ে সত্যেন গ্যাস সার্ভিস সেন্টারের ম্যানেজারকে জিজ্ঞেস করা হলে তিনি ডেলিভারি বয়দের দাবি এরিয়ে জান। এবং যা বলার মালিক পক্ষেই বলবেন বলে জানান তিনি। যদিও গ্রাহকদের হয়রানির সমস্যার সমাধান খুব দ্রুত মেটানো হবে জানান তিনি।