ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শান্তিনগর রেল লাইন এলাকায়। মৃত ওই মহিলার নাম সরজনি মন্ডল। বয়স আনুমানিক (৫৫)। বাড়ি ইসলামপুর থানার গরঙ্গডাঙ্গা এলাকায়। পরিবার ও স্হানীয় সূত্রে জানা গিয়েছে। এদিন সকালে ডালখোলায় মেয়ের বাড়ির যাওয়ার জন্য ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই মহিলা। ঘুর পথে না গিয়ে ট্রেনের লাইন ধরে যাচ্ছিলেন ওই মহিলা। এরপর পিছন দিক থেকে আসা একটি প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই মহিলার। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশনের রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।