এবার চন্দন চা বাগানের( tea garden) জমি জবর দখলের চেষ্টা বহিরাগতদের। জানা গেছে ১৬ই জুন চন্দন চা বাগান কর্তৃপক্ষ বাগানের লোকসান দেখিয়ে বাগান ছেড়ে চলে যায়। আর সেই থেকেই বাগানের অবস্থা দিনের পর দিন খারাপ হতে শুরু করে। শ্রমিকরা সেই বাগান দেখভালের জন্য শ্রমিকদের মধ্যেই একটি কমিটি গঠনে সিদ্ধান্ত নেন। আর সেই মতই শ্রমিকরা কাজ করছিলেন চন্দন চা বাগানে। কিন্তু আজ চন্দন চা বাগানের শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগতরা জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে শ্রমিকদের অভিযোগ। তবে কে বা কারা এ বহিরাগত সেটা এখনো জানা যায়নি। সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠেছিল চন্দন চা বাগানের ( tea garden) ধন্দেগছ সেক্টর এলাকায় । এ যেন এক শ্রমিকদের( labour) দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এ ব্যাপারে ধন্দে গছ 88 নাম্বার বুথের গ্রাম পঞ্চায়েত সদস্যএর প্রতিনিধি রিয়াজুল ইসলাম জানিয়েছেন ব্যাপারটি দ্রুতই নেতৃত্বের সাথে আলোচনা করা হবে ।ঘটনা জানাজানি হতেই ঘটনা স্থলে দাসপাড়া( daspara) পুলিশ পোস্টের বিশাল পুলিশ( police) পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সম্পূর্ণ ব্যাপারটি তদন্ত শুরু করেছে পুলিশ( police)।