রবি আড্ডায় কৃশাণু ভট্টাচার্য
ঝিমিয়ে আছিস হেলান দিয়ে সময় দেয়াল ধরে,
আরেকবার ছুটবি নাকি খড়কুটো পাস করে?
পকেট ভরা আলো নিয়ে বিকেল বেয়াক্কেলে !
কক্ষপথের বাইরে পালাই পায়ে পায়ে ঠেলে!!
হাওয়ায় হাওয়ায় মন ভুলানো চুলে
দাঁড়িয়ে আছে পুজোর ছুটির স্কুলে
বেল বাজাবো অতীন্দ্রিয় জোরে
মুচকি হাসি মফঃস্বলী ঘোরে
পকেট ভরা আলোর পুঁজি সবটা জুয়ায় হেরে,
হচ্ছি বড়,হচ্ছি বুড়ো নিজের পকেট মেরে!
এসব কিছু ছবি নিয়ে আলগা বেঁচে থাকি,
সময়ের ষড়যন্ত্রের ফাঁকে সাইকেল গোস্তাখি।।