ভোট আসে ভোট যায়, তবুও একই অবস্থা এই রাস্তার। দীর্ঘ সাত আট বছর থেকে এই রাস্তার বেহাল অবস্থা। এমনই অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম। বারবার গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধানের কাছে অভিযোগ করে লাভ হয়নি বলে জানান তিনি। তিনি এদিন জানান এই রাস্তা দিয়ে তিন থেকে চারটি গ্রামের লোক যাতায়াত করে। কয়েক বছর ধরে তাদেরকে রাস্তার বেহাল অবস্থার ভোগান্তি ভুগতে হচ্ছে। বর্ষা আসলে তো আরো সমস্যার মধ্যেই পড়তে হয়। তবে এবার দেখা যাচ্ছে বিদ্যুতের খম্বা দেওয়া ছিল কালভার্ট এর উপরে সেই কালভার্ট ও বিদ্যুতের খাম্বা ভেঙে জলের স্রোতে চলে যাচ্ছে। স্কুলের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যায়। আজ সেই পথে একজন ছাত্রী জলে পড়ে যায় । এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বহু স্কুল পড়ুয়া জলের মধ্যে পরে গেছে। এই রাস্তা নিয়ে অনেকবার স্থানীয় মেম্বার ও প্রধানকে বলা সত্বেও কোন কাজ হয়নি বলে জানান। গ্রামবাসীরা মিলে বাসের সাঁকো তৈরি করেন ,কোন সময় আবার মাটি দিয়ে পাইলিং করেন তাতেও কোন কাজ হয় না। গত দুই বৎসর ধরে তারা লাইটের এর পিলার দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেন। তবে এই বছর সেই পিলার জলের স্রোতে ভেসে যাওয়ায় চিন্তায় পড়েছে কদমগাছি গ্রামের সাধারণ জনগণ।
অপর দিকে এ বিষয়ে স্থানীয় মেম্বার ফারহাদ জাহান এর প্রতিনিধি আনসার আলম জানান পঞ্চায়েতে প্রধানকে জানানো হয়েছে এমনকি ইসলামপুর ব্লক উন্নয়ন আধিকারিক কে জানানো হয়েছে, খুব শীঘ্রই কাজ হবে বলে তিনি আশ্বাস দেন।