করণদিঘি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও প্রাণীসম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় ব্লকের প্রায় ৫০০ জন উপভোক্তাদের মধ্যে প্রায় দশ হাজার মুরগির ছানা বিতরণ করা হলো শুক্রবার।

সকল মুরগি ছানা গুলি উপভোক্তা দের হাতে তুলে দিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মুক্তার আলম। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খগেন দাস।

ব্লকের বাসিন্দাদের যাতে ভিন রাজ্যে থেকে ডিম কিনে আনতে না হয় এবং সুলভ মুল্যে যাতে ডিম খেতে পারেন ও প্রতিবন্ধী সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে বিনামূল্যে মুরগীর ছানা বিতরণ করা হয়েছে জানালেন মুক্তার।

মূলত যে মুরগি ছানাগুলো দেওয়া হয়েছে তার মুল উদ্দেশ্য ছানাগুলো প্রতিপালন করে ডিম হবে। সেগুলো থেকে গ্রামগঞ্জে বহু পুষ্টির ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের জন্য এবং কিছু রোজগার উপার্জন হবে তারই কারণে আমরা মহিলাদেরকে মুরগি ছানাগুলো তাদের হাতে প্রদান করা হল বলে জানান তিনি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *