উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া ১ নং গ্ৰাম পঞ্চায়েতের বেতনা মালিপাড়া রাজ্য সড়কে দুর্ঘটনা। ছোট চার চাকার গাড়ি ও মোটর সাইকেল সহ টোটোর সংঘর্ষে গুরুত্বর আহত ৩ জন। আহতদের নাম দিপা দাস, সেফালি দাস, গাড়ি চালক ফাকির আলম। সহ মোটর সাইকেল চালক। ঘটনাস্থলে পৌঁছায় রসাখোয়া ফাঁড়ির পুলিস। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।