গোয়ালপোখর
সোমবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোয়ালপোখর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী গ্রামের এক যুবকের। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম (১৮)।
দুর্ঘটনার পর তার দেহ সনাক্ত করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে দেহ সনাক্ত করে। এরপর মেডিক্যাল কলেজে তার ময়নাতদন্ত করা হয়। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম (১৮)।
মৃতের মা জানিয়েছেন, অর্জুন একজন পরিযায়ী শ্রমিক ছিল। আসামের শিলচরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোমবার বাড়ি ফিরছিল।