রবি আড্ডায় সুবল মণ্ডল
ফিরাবি যত শক্তিশালী হবে তত ঘূর্ণাবর্ত বাড়বে নিম্ন চাপ
পাগলি তুই কি বুঝবি কতটা স্থায়ী হয়, ফেলে যাওয়া পায়ের ছাপ ।
লুকিয়ে কাঁদা লুকিয়ে সযত্নে রাখা হৃদয়ের ক্ষত ।
আলপথ ধরে হাঁটি প্রতি রাতে প্রতি চাঁদে নিতে
কুসুমের ফসলের ঘ্রাণ ।
তেমাথার মোড় থেকে ঘরে ফেরায় নির্ভুল পথে
যে ,আমি তার ভাগ চাষী আমি তার বর্গাদার।
লুকিয়ে কার নজরদারি বাঁ দিক করে অহ রহ কার জন্য হাহাকার।
তাঁরই প্রশ্রয় পেলে সব সঙ্কোচ জলে ফেলে
ফিরবো তোর কাছে আবার সাকার বা নিরাকার ,
ধুলোর মত কিংবা জল ফেরত বাতাস অতর্কিত ।
হুড়কা টানা দুয়ার তোর হোক না যতই আঁটো সাটো ।
বয়স যখন কাঁচা ছিল অন্য রকম বাঁচা ছিল
শুকিয়েছে সময় আমায় ঠিক নিরাপদ দুরত্বে ।
এতদিন পর যদি দুটি পোড়া পুতুল পাশা পাশি ব’সে – পড়ে ফেলে পুরনো টুকরো গল্প
মাঝে মাঝে পারি দেয় পারিজাতের স্বর্গে
ভেবে দেখ এমন কী এসে যায় অন্যের ঠিক বেঠিক তর্কে !