ফের ইসলামপুর শহরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামপুর শহরের জীবন মোড় মাঠপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় সোনার ব্যবসায়ীর বাড়িতে সম্ভবত আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশী চালাচ্ছে। পুরো বাড়িটা সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের সুরক্ষাকর্মীরা ঘিরে রেখেছে। বিএসএফের সুরক্ষাকর্মীরা বাড়ির ভেতরে কাউকে যেতে দিচ্ছে না বা ভেতর থেকেও কাউকে বাইরে বেরোতে দিচ্ছে না।
ওই ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি ইসলামপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার দোকানেও তল্লাশী অভিযান চালানো হয়েছে। সোনার ব্যবসায়ীর ইসলামপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সোনার হলমার্কের একটি দোকান রয়েছে। ওই দোকানে সোনা গলানোরও কাজ করা হয় বলে অভিযোগ। তল্লাশী অভিযানের পর ওই দোকানে তালা মেরে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর চারটা নাগাদ গভরমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগানো একটি গাড়িতে সম্ভবত আয়কর দপ্তরের পাঁচ সদস্যের একটি টিম সহ দুই গাড়ি বিএসএফের সুরক্ষাকর্মীরা জীবন মোড় মাঠপাড়া সংলগ্ন সোনার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ব্যবসায়ীর বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে প্রচুর সোনা, নগদ টাকা সহ একটি ব্যাগ ভর্তি নথিপত্র আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়াও ওই ব্যবসায়ী সহ মোট চারজনকে আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির প্রত্যেকের মোবাইল ফোনও নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী বাসিন্দাদের সাথেও তেমন যোগাযোগ না থাকায় বাসিন্দারাও ব্যবসায়ীর নাম জানাতে পারেনি।অন্যদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযান চালানো আধিকারিকরা কিছুই জানাতে চাননি। এমনকি ব্যবসায়ীর পরিবারের লোকেরাও কিছু জানাতে চায়নি। সবমিলিয়ে সোনার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশী অভিযানকে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।