বুধবার রাত্রে আবারও পাঁচ ছয় শ চা গাছ কেটে ও কীটনাশক দিয়ে নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পর পর এই ঘটনার জেরে সংকটে পড়েছে চোপড়ার মাঝিয়ালী অঞ্চলের চূড়া খোয়া গোয়ালটলি এলাকার সেন চা বাগানে। বাগান মালিক জানান, পর পর বেশ কয়েকদিন রাতের অন্ধকারে করাত দিয়ে চা গাছ কেটে দিচ্ছে । এছাড়াও কীটনাশক ছিটিয়েও চা গাছ মেরে ফেলা হচ্ছে। এর পিছনে কোন জমি মাফিয়ার হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন । বিষয়টি তিনি চোপড়া থানা সহ বিভিন্ন মহলে জানিয়েছেন । অন্যদিকে বারবার চা গাছ নষ্ট করার ঘটনায় বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে শ্রমিক মহলে ।