পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর অভিযোগে আদালতে নির্দেশে NIA তদন্ত আজ ৬ সদস্য একটি দল এলাকায় আসে। এর পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পরে যদিও তা নিয়ন্ত্রিত হয়।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিটে উর্দু নয় বাংলা শিক্ষক চাই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু দুই ছাত্র রাজেশ ও তাপসের আর এই ঘটনায় গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়। পরিবারের দাবি ছিল CBI, NIA এদের তদন্ত হোক। আদালতের নির্দেশে NIA তদন্ত শুরু করলেি পরবর্তীতে রাজ্য পুলিশ NIA কে সহযোগিতা না করায় সেই রিপোর্ট আদালতে জমা পরলে আদালত পুনরায় NIA কে তদন্তের নির্দেশ দেয়।আর এর পরেই ঘটনাস্থল পরিদর্শনে আসে কেন্দ্রীয় সরকারি এই সংস্থা।