ইসলামপুরে রক্ত সংকট মিটাতে ইসলামপুর মার্চেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, ইসলামপুরের রাধা রানী মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে ৩০ থেকে ৩৫ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আয়োজকরা জানান, প্রচণ্ড গরম ও ভোটের সময় রক্তদান শিবির খুব কম হচ্ছে বলে জানা গিয়েছে। ইসলামপুর ব্লাড ব্যাঙ্ক ও ইসলামপুর হাসপাতাল প্রশাসনের কাছ থেকে রক্তদান শিবিরের প্রস্তাব পেয়েছিলেন তাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে জমা করা হবে বলে তারা জানিয়েছেন। আয়োজকরা সাধারণ মানুষকে বিভিন্ন রক্তদান শিবিরে রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন।