এক মহিলার মৃতদেহ আরো দুইজনের সজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ধরমপুর শ্মশান ঘাটে।দেহ তিনটি একসঙ্গে পড়ে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠে। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মত দৃশ্য দেখল ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচা গলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাদিন্দারা দেখতে পান।এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন।পরে জানা যায় এক মহিলা সহ দুইজন এখনও জীবিত আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসিরা চমকে ওঠেন । গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কিভাবে মৃতদেহটি এই শ্মশানে এলে তা নিয়ে রহস্য দানা বাধছে। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি এরা ভবঘুরে হতে পারে। পরিচয় না জানা পর্যন্ত আসল কারন জানা যাবে না। মৃতদেহ মহিলা আহতরা বিহারের বাসিন্দা হতে পারে। তিনজনের কাউকেই সনাক্ত করা সম্ভব হয় নি। মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *