ইসলামপুর শহরে আরও একটি কলেজের দাবি দীর্ঘদিনের। কলেজের পঠন পাঠনের পরিবেশ ভেঙ্গে পড়ার পাশাপাশি পরীক্ষায় গণ টোকাটুকির খবর গত বছর প্রকাশ্যে এলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটি পরীক্ষা বাতিল করে ।এলাকায় পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে সবার আগে প্রয়োজন আরও একটি কলেজ তা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয় ।
উল্লেখ্য, ইসলামপুর কলেজে প্রথম বর্ষে মোট ১৫০০ ছাত্রছাত্রী ভর্তি নেওয়ার মতো পরিকাঠামো আছে। তবে সেখানে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়। বিপুল সংখ্যক পড়ুয়া ভর্তি হওয়ার কারণে অফিসিয়াল কাজ বেশি করতে হয়।
কলেজের প্রবীণ অধ্যাপক ড:গৌড় ঘোষ বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে ইসলামপুরে আরও একটি কলেজ তৈরীর দাবি জানিয়ে আসছি। আমরা চাই ইসলামপুরে উচ্চ শিক্ষার পরিবেশ ফিরে আসুক। আমাদের কলেজে প্রথম বর্ষে ১৫০০ পড়ুয়া ভর্তি নেওয়ার পরিকাঠামো আছে। কিন্তু বিপুল সংখ্যক পড়ুয়া আবেদন করে। তাদের ভর্তি নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ থাকে।প্রতি বছর প্ৰায় পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া ভর্তি হয়। কলেজের পড়ুয়ার সংখ্যা ১৫হাজার ছাড়িয়ে গেছে।কলেজের ক্যাপাসিটি সাকুল্যে পাঁচ হাজার ।এতে পঠনপাঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে প্রভাব পড়ে।
কলেজের প্রাক্তন ছাত্র অঞ্জন দাস বলেন, ‘আমাদের সময় কলেজে পাস কোর্স হোক কিংবা অনার্স কোর্স নিয়মিত ক্লাস হত এবং প্রতিটি বিষয়ে ক্লাসে শতকরা ৭৫ ভাগ দিন হাজিরা না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হতো না আমরা আবার ইসলামপুর কলেজে ওই দিনগুলি দেখতে চাই। আর ওই দিনগুলো দেখতে হলে কলেজে ছাত্র সংখ্যা শিক্ষক অনুপাতে হওয়া দরকার। আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামপুরে আরও একটি কলেজ নিয়ে ভাবছে সেই ভাবনাকে কুর্নিশ জানাই।’
ইসলামপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,” ইসলামপুরে আরও একটি কলেজ প্রয়োজন তা বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা দপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। এত বড় এলাকা একটি কলেজ দিয়ে হয় না ।’
স্থানীয় মাটিকুন্ডা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হুসেন জানান,’ ইসলামপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আরও একটি কলেজ খুব প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামপুর কলেজে ইসলামপুরে আরও একটি কলেজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উদ্যোগ গ্রহণ করে তবে উপকৃত হবে এলাকার প্রচুর ছাত্র ছাত্রী।
এসএফআই এর ইসলামপুর লোকাল সম্পাদক অরুণাভ ভাওয়াল জানান, ইসলামপুরে আরও একটি কলেজ নির্মাণের দাবিতে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি ।আমরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ইসলামপুরে আরও একটি কলেজ তৈরি না হওয়ায় শিক্ষার পরিবেশ ক্রমশ বিনষ্ট হয়ে যাচ্ছে।