রবিবার ইসলামপুর মারোয়ারী যুব মঞ্চের নতুন কমিটি গঠন হয়। ওই সংগঠন সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। মাড়োয়ারি যুব মঞ্চের ইসলামপুর শাখায় ৯০ জন সদস্য রয়েছে । এদিন ২৫ জনের একটি কমিটি গঠন করা হয়।তার মধ্যে ১৬ জনের কার্যকরী কমিটি তৈরি করা হয়েছে। সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিস সিঙ্গল এবং সভাপতি নির্বাচিত হন সানি সিঙ্গল। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারেরা। কানাইলাল আগারওয়াল, মারওয়ারী যুব মঞ্চের জনহিত কর কাজের ভূয়ষি প্রশংসা করেন। তিনি বলেন মারওয়ারী যুব মঞ্চ মানুষের বিপদে যেভাবে পাশে দাঁড়ায় তা অন্যান্য সমাজ অনুসরণ করলে সমাজের অনেক উপকার হবে।