পুকুর পাড়ে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু আট বছরের কন্যা সন্তানের। ঘটনাটি করণদিঘি থানার লাহুতাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের সরগাও গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরগাও গ্ৰামে মাঠের মধ্যে একটি পুকুর গত ১ সপ্তাহ হয়েছে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে পুকুরে পাড় বাধার কাজ করা হয়েছিলো, সেখানেই সরগাও আদিবাসী পাড়ার ৩ নাবালিকা খেলতে যায়।
পুকুরে পাড়ের মাটি হাত দিয়ে খুড়ছিলো সেই সময় পাড়ের মাটি ধসে চাপা পড়ে যায় রাধা বাস্কে নাবালিকা মেয়ে। পুকুর পাড়ে থাকা বাকি দুই বান্ধবী রাধার মাটি চাপা পড়ে যাওয়ার খবর দিতে সরগাও গ্ৰামে পৌঁছায়। শুনে দৌড়ে গ্ৰামবাসীরা পুকুরে পৌঁছায়,মাটি সরিয়ে রাধার নিথর মৃতদেহ উদ্ধার করে গ্ৰামবাসীরা। করণদিঘি থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায়