রবি আড্ডায় রা জা
১.
একরোখা ইনবক্সে ভীষণ
অন্যরকম চলছে হাওয়া
গোধূলির গোপনে সরে সরে যাচ্ছে
বিস্মৃতির কলোনি
কেন এলাম এতদূরে একা
কাঁচা নেশায় ভয় করছে খুব
এমন ঘুম ঘোর হালকা হওয়ার আগেই
দিগন্তের দিকে খুলে গেছে ‘wifi’
গান অভিমান ধেয়ে আসছে বুকে
আদিম অ-সুখে
২.
এটুকুই অজুহাত –
শেষের পর যে দেশ
সেখানেই জুড়ে আছি
আছি তো
প্রতিটি দুধসাদা কান্নায়
বিষ দাঁতের নিচে
এখানে কোনো থমকে থাকা নেই
কেমন ডিজিটালি পালাচ্ছি
ভয় থেকে
পরাজয় থেকে