চা ফ্যাক্টরিতে দুষ্কৃতী হানার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় আটক ১ জন । গভীর রাতে চা ফ্যাক্টরিতে ঢুকে তৈরি করা চায়ের বস্তা লুট করার চেষ্টা দুষ্কৃতীদের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের হাজার বিঘা গোপ চা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আধিকারিক সূত্রে জানা যায়, তাদেরই ফ্যাক্টরিতে কর্মরত এক নৈশ প্রহরীর মদতেই এমনটা করার দুঃসাহস পেয়েছে দুষ্কৃতীরা। ফ্যাক্টরিতে কর্মরত বাকি আরো নৈশ প্রহরীরা আভাস পেতেই চায়ের বস্তাগুলি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সারারাত ব্যাপী দায়িত্ব রত ওই নৈশ প্রহরীকে ফ্যাক্টরিতে আটকে রাখা হয়। বুধবার অর্থাৎ আজ সাত সকালে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় দাসপাড়া ফাঁড়ির পুলিশ। দায়িত্ব রত ওই নৈশ প্রহরীর নামে লিখিত অভিযোগ করেন চা ফ্যাক্টরি কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে চোপড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।