নগদ অর্থ উদ্ধার করলো SST
শুক্রবার নির্বাচনের প্রাক্কালে গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় SST এর নাকা চেকিং চলা কালীন একটি ছোটো গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে দাবি
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার ডালখোলার এক ট্রাক্টর শোরুমের এক কর্মী গোয়ালপোখর সহ বেশ কয়েকটি এলাকায় কালেকশন করে ডালখোলার উদ্দেশ্যে যাচ্ছিল। সেসময় গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় SST এর নাকা চেকিং চলাকালীন গাড়িটিতে তল্লাশি চালালে একটি ব্যাগ থেকে ২৩ লক্ষ্য টাকা উদ্ধার হয়।
ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার আইসি, এন টি ভুটিয়া ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। টাকা কালেকশনের সঠিক নথিপত্র না দেখাতে পারলে টাকা গুলি বাজেয়াপ্ত করে রায়গঞ্জ ইনকাম ট্যাক্স দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।