বুধবার চোপড়ায় বাম কংগ্রেস জোটের নির্বাচনী ব্লক কমিটি গঠন করা হয় । এদিন দাসপাড়া হাই স্কুল মাঠে দুই দলের নেতৃত্ব বৈঠকের মাধ্যমে নির্বাচনী ব্লক কমিটি গঠন করেন । জানা যায় ৩০ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় । দুই দলের চারজন নেতৃত্ব কে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের এক ও দুই নং এরিয়া কমিটির সম্পাদক কার্তিক শীল, বিদ্যুৎ তরফদার, কংগ্রেসের ব্লক সভাপতি মহাম্মদ মসিরউদ্দিন, কংগ্রেস নেতা অশোক রায় সহ ব্লক নেতৃত্ব। দার্জিলিং লোকসভা কেন্দ্র বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী করা হয়েছে মনিশ তামাং কে । গতকাল প্রার্থী ঘোষণার পরেই দুই দলের নেতৃত্বরা চোপড়া বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের প্রচারের রণকৌশল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন । জোট নেতৃত্বরা জানান, দুই দলের কর্মী-সমর্থকরা প্রার্থী ঘোষণার অপেক্ষায় ছিল । প্রার্থী ঘোষণার সাথে সাথেই এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন ও প্রচার । পশ্চিমবঙ্গ জুড়ে বাম কংগ্রেস জোটের লোকসভা নির্বাচনে ফলাফল ভালো হবে বলে আশাবাদী নেতৃত্বরা ।