ইসলামপুর নাগরিক মঞ্চ
ইসলামপুর শহরে একটি কেন্দ্রীয় বিদ্যালয়, শিল্প কলা কেন্দ্র স্থাপন, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহ ইসলামপুর শহরের শান্তিনগর ও আলিনগরে উড়ালপুল নির্মাণসহ একাধিক দাবি সহ দাবি পত্র তুলে দেওয়া হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীদের হাতে। এমনই কথা জানালেন ইসলামপুর নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার।
নাগরিক মঞ্চের বক্তব্য
সেই মঞ্চের সম্পাদক জানান, এর আগেও বিধানসভা ভোটের সময় প্রার্থীদের হাতে ইসলামপুর শহর তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের জন্য দাবি পত্র তুলে দেওয়া হয়েছিল। সেই মতোই এবারও লোকসভা নির্বাচনে প্রার্থীদেরকে এই চিঠি তুলে দেওয়া হবে। আজ এক সাংবাদিক সম্মেলন করেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে। তারা আশাবাদী জয়ী প্রার্থী অবশ্যই তাদের দাবিপত্রে আমল করবেন। এবং ইসলামপুরের নাগরিকদের দাবি পূরণ করবে।