রামনবমী ও ইদ্
ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর পলিটেকনিক কলেজে ঈদ ও রামনবমীর নিয়ে বিভিন্ন ধর্মের মানুষ ও বিভিন্ন রাজনীতি দলের সাথে শান্তি বৈঠক করা হয় রবিবার। মূলত এই দুই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যাতে কোনো প্রকার অশান্তি না হয় সেদিকে নজর রেখেই এই বৈঠকের ব্যবস্থা হয়।
উপস্থিত ছিলেন যারা
এই বৈঠক উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জোবি থমাস কে, ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহিদ, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এই বৈঠকে আগামী দিনে ঈদ ও রামনবমী যাতে ভালো পালন করা হয় এবিষয়ে আলোচনা করা হয়।
রামনবমীকে ঘিরে বার্তি সতর্কতা
অন্যদিকে রামনবমীর দিনে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ্য থেকে করা নজরদারি বাড়ানো হবে বলে পুলিশ সুপার জোবি থমাস কে জানিয়েছেন।