কাজ করতে ভীন রাজ্যে গিয়ে বাড়ি ফেরা হলো না আর এক পরিযায়ী শ্রমিকের।
এমনই এক মর্মাহত ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রাসা খাওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খনতা এলাকায়। উল্লেখ্য এই গ্রামের বাসিন্দা জামশেদ পরিবারের আর্থিক অবনতি কারণে ভীন রাজ্য দিল্লিতে কাজ করতে গিয়ে মাথায় আঘাত লাগে এবং তাকে তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে নিয়ে গেলে হসপিটালেই তার মৃত্যু হয়। এই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারসহ গোটা গ্রাম। তিন সন্তানকে রেখে না ফেরার দেশে জামশেদ কিভাবে পরিবার চলবে এই নিয়ে দুশ্চিন্তায় পরিবারসহ গ্রামের লোকেরা আজ তার নিথর শরীর গ্রামে আসবে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পরিবারসহ গোটা গ্রামকে।