ডাকাতির ঘটনা বানচাল করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ, ডাকাতি করার সরঞ্জাম সহ দুটি বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চারজনের একটি ডাকাতদল পাঞ্জিপাড়ার নয়াহাট এলাকায় একটি ধাবার সামনে জমাতে হয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলটিকে হাতেনাতে ধরে। ডাকাতদলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ, ধারাল অস্ত্র, পাঁচটি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান অন্য কথাও ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জমাতে হয়েছিল ডাকাতদলটি। অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার ১০ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।