রবিবার রাত্রে চোপড়া থানার কাঁচাকালী বাজারের সার্বজনীন কালী মন্দিরে তালা ভেঙ্গে প্রতিমার অলংকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির কমিটির পক্ষে তারা রানী সরকার জানান,তিনি প্রতিদিনের মতো সোমবার সকালে মন্দিরে এলে দেখতে পান কালী মন্দিরের দরজা খোলা। ও তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এরপর তিনি মায়ের প্রতিমার দিকে তাকাতেই দেখেন কালী মায়ের মুকুট সহ যাবতীয় সোনা এবং রুপার গহনা চুরি হয়েছে। বিষয়টি মন্দির কমিটি সহ সকলকে জানানো হলে বহু মানুষ মন্দিরে এসে এই ঘটনার ধিক্কার জানায়। খবর পেয়ে মন্দিরে আসেন কাঁচাকালি পুলিশ ক্যাম্পের পুলিশ। মন্দির কমিটি এবংস্থানীয়দের দাবি প্রশাসন বাজারের সি,সি, টিভির ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে অভিযুক্তকে ধরার ব্যবস্থা করুক।