লোকসভা নির্বাচনের ভোট ঘোষণার আগেই ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক প্রকল্পের জন্য এক কোটি ৬৬ লক্ষ টাকার কাজের শিলান্যাস করল চোপড়ার বিধায়ক হামিদুল রহমান । শনিবার দোলাপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ২ টি ঢালাই রাস্তা, পানীয় জল, পথবাতি, সোচালয় সহ একাধিক কাজের শিলান্যাস করা হয়। এদিন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, তৃণমূল নেতা জিয়াউল হক, অঞ্চল প্রেসিডেন্ট মোঃ রাজু সহ আরো অনেকে । জানা গিয়েছে এদিন দোলাপাড়া তে প্রায় ৮৩ লক্ষ টাকা বরাদ্দে ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়। অন্যদিকে দেড় কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ।