রবি আড্ডায় উত্তম দত্ত
নিরন্তর ব্যভিচারে ক্লান্ত হয়ে গেছ তুমি।
এক পুরুষ থেকে অন্য পুরুষের জঙ্ঘায় উঁকি দিতে দিতে
তোমার পরিশ্রান্ত চোখের পাতায় শতাব্দীর ঘুম নেমে আসছে।
শকাব্দ থেকে খ্রিস্টাব্দের পথে পথে
ক্রমাগত অভিসারে ক্ষয়ে গেছে পর্যটক পায়ের গোড়ালি।
নখের ভিতরে ধুলো, পুরুষের কাদা, মরা ঘাস, মৃত সব সাপের খোলস…
মনে রাখিবার মতো কোথাও কি পেয়েছ কিছু?
কাউকে বোঝাতে পেরেছ কি
রঙিন ব্রেসিয়ারের নীচেও আজীবন জেগে থাকে একটা হৃৎপিণ্ড, কতদিন ঘুম নেই তার চোখে!
পুরুষ ছোঁয়নি তাকে কতদিন!
এইসব বেহিসেবি আত্মহত্যা শেষ হলে
এইখানে আসিও একদিন
তোমার কঙ্কাল ছুঁয়ে বসে থাকব সারারাত
উদাসীন শ্মশান-চণ্ডালের মতো।