পশ্চিমবঙ্গ সরকারের উর্দু একাডেমীর উদ্যোগে আজ সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী
সহ রাজ্যসভার সংসদ নাদিমুল হক, ইসলামপুর বিধানসভার বিধায়ক করিম চৌধুরী, পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল সাঈদ সহ বিশিষ্ট জনেরা।
রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী বলেন এত সুন্দর বিল্ডিং বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার রক্ষণাবেক্ষণের জন্য মহকুমা শাসক ও পৌর পিতাকে বলা হয়েছে। তিনি বলেন এই উর্দু একাডেমী থেকে বিভিন্ন কোচিং সেন্টার খোলা হবে যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের কোচিং নিতে পারবেন বলে জানান।