ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায়। মৃত ওই সাইকেল আরোহীর নাম হরেন কিসকু (৩৫)। বাড়ি অলিগঞ্জ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, অলিগঞ্জ থেকে সাইকেল নিয়ে গুঞ্জেরিয়ার দিকে যাচ্ছিল হরেন কিসকু নামে ওই ব্যক্তি। সেসময় একটি তেলের ট্যাঙ্কার সাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর ভাবে জখম হয় ওই ব্যক্তি। সেসময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল পুলিশের পেট্রোলিং গাড়িটি। প্রায় ১ ঘন্টা ধরে জখম অবস্থায় জাতীয় সড়কে পরে থাকলেও পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়নি। স্হানীয় অভিযোগ, পুলিশ সময় মতো পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তি বেঁচে যেত। তাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।