মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার চোপড়ার চেতনাগছে পরিদর্শনে আসলেন সিপিএমের মুখপাত্র শতরূপ ঘোষ। এদিন সন্তানহারা পরিবারদের সাথে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন ।

সন্দেশখালীতে যখন মানুষের ক্ষোভকে কমানো যাচ্ছে না তখন চোপড়ার দিকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই শিশু মৃত্যু নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে, অন্যদিকে বিএসএফের ব্যর্থতা ঢাকতে রাজ্যপালকেও আসরে নামতে হয়েছে – চোপড়ায় এসে চারটি শিশু মৃত্যু প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

১২ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় গভীর নালার মাটি ধসে মৃত চারজন শিশুর পরিবারের সঙ্গে তারা দেখা করেন পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে গোয়াবাড়ি হাটে একটি সভার আয়োজন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। শতরূপ বলেন, সন্তানহারা পরিবারদের অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে চাকরি দিতে হবে । সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের টানাটানির মধ্যে অসহায় পরিবারগুলোর অবস্থা করুন হয়ে উঠছে আর রাজ্যজুড়ে সন্দেশখালীর বদনাম ঢাকতে তৃণমূল বড় বড় কথা বলছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *