রেশন দোকানে রেশন তোলা নিয়ে চরম বিক্ষোভ।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত সুজালী কমলাগাও গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা হাটে। এই দিন রেশন দোকানের উপভোক্তারা মিলে বিক্ষোভ করেন। নতুন  রেশন দোকানে রেশন তুলতে যাবে না বলে অভিযোগ করেন। তারা জানান নতুন যে রেশন ডিলারশিপ নিয়েছে তার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এমন কি তার বাবার নামে অনেক অভিযোগ আছে। সে গত ১৫ বছরে আমাদের সুজালী এলাকার মানুষের রক্ত চুষে খেয়েছে। একজন উপভোক্তা জানান আমার কাছে অনেক টাকা নতুন রেশন ডিলারের পরিবারের লোক খেয়েছে। নতুন রেশন ডিলার নাসরিন পারভিন কয়দিন লোক দেখিয়ে বাড়ির পাশে রেশন দিচ্ছেন পরে তিনি তার বাড়িতে নিয়ে যাবেন। এবং সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন রেশন ভালোমতো দেবেন না। এ নিয়ে আমরা বহুবার অভিযোগ করছি যাতে তাকে এই রেশন ডিলারশিপ না দেওয়া হয়। আমাদের কাছে সেই অভিযোগ এর প্রমাণ আছে।

অন্যদিকে নতুন রেশন ডিলার নাসরিন পারভীন এর স্বামী আনসারুল হক জানান, আমার কাছে সবাই রেশন তুলে নিয়ে যাচ্ছে এরকম কোন অভিযোগ পাওয়া যায়নি। কিছু লোক আছে যারা আমার কাছে রেশন তুলে নিয়ে যাচ্ছে তাদের রেশন ছিনিয়ে নিচ্ছে এমনকি আমার কাছে আসতে দিবে না বলে তারা বারবার তাদের উপর অত্যাচার করছে। আমার স্ত্রী এখন সরকারি রেশন ডিলার। আমাদের আইন মেনে কাজ করতে হয়। যেটা সরকার দিচ্ছে সেটা আমরা উপভোক্তাদের বিতরণ করে দিই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *