চোপড়া রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার চোপড়ার চেতনাগছের ধরনা মঞ্চে উপস্থিত হন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, কেন্দ্র সরকার এই চার শিশু মৃত্যু কে কেন্দ্র করে কোনরকম হেলদোল দেখাচ্ছে  না। তাদের কোন প্রতিক্রিয়াও মেলেনি। আমাদের মুখ্যমন্ত্রী জানেন কিভাবে আদায় করতে হয়। আমরা মাননীয় রাজ্যপাল কে অনুরোধ করেছিলাম আপনি তো বিভিন্ন জায়গায় যান চোপড়াতেও আপনি যান । রাজ্যপাল মঙ্গলবার চেতনাগছে যাবেন বিএস এফ  এবং ওই পরিবারগুলোর সাথে কথা বলবেন তারপরে তার রিপোর্ট তিনি কেন্দ্রীয় সরকারকে পাঠাবেন। এরপর যদি সংশ্লিষ্ট এজেন্সি কোন কথা না শোনে তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা আমাদের মুখ্যমন্ত্রী জানেন। এদিন আমরাও বিএসএফের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করেছি কিন্তু বিএসএফ কোন কথা শোনেননি। আমাদের তরফে পরিবারগুলোর পাশে যতটা দাঁড়ানো সম্ভব আমরা দাঁড়িয়েছি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *