দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ। এদিন ইসলামপুর বিহার মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, PWD রোড এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভবতোষ দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। জানা গেছে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড় থেকে ইসলামপুর অলিগঞ্জ বাইপাস মোড় পর্যন্ত প্রায় আনুমানিক সাড়ে ৭ কিলোমিটার রাস্তা তৈরি হবে। মোট এই প্রকল্পে ব্যয় হবে আনুমানিক ২৩ কোটি ৫৫ লাখ টাকা। ইসলামপুর শহরের চারটি গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি করা হবে মেইন পয়েন্ট। ইসলামপুর বাস টার্মিনাস, চৌরঙ্গী মোড়, পুরানা বাস স্ট্যান্ড ও আশ্রমপাড়া মোড়। তবে দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি শহরবাসী।