ইসলামপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আজ স্বাস্থ্য দপ্তর থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ পুরণ কুমার শর্মা, ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল সাঈদ, মহকুমা হাসপাতালে সুপার সুরাজ সিনা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ভ্রীমজিৎ ঘোষ সহ বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় নতুন করে আবার এই গোদ রোগের জন্য দুই বছর ঊর্ধ্বে প্রত্যেককেই ওষুধ খাওয়ানো হবে। আজ উত্তর দিনাজপুর জেল ার ইসলামপুর ব্লকের থেকে এই কর্মসূচি শুরু হল।
তিনি বিশেষ করে বলেন যারা গর্ভবতী অসুস্থ তাদের বাদ দিয়ে প্রত্যেককেই এই ওষুধ খাওয়ানো হবে। ১০ই ফেব্রুয়ারি থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তিনি আরো বলেন, প্রায় ১২ লক্ষ মানুষকে এই ওষুধ খাওয়ানো হবে।
মহকুমা শাসক আব্দুল সাঈদ বলেন, এই ওষুধ আমিও সেবন করবো এবং সবাইকে এই ওষুধ খাওয়ার কথা তিনি বলেন ।