মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লো এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী হাইস্কুলে। অসুস্থ ছাত্রীকে করণদিঘী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পরিবারের দাবি পরীক্ষাকেন্দ্রে আসার জন্য ছাত্রীকে ভোরে আসতে হচ্ছে । ভোরের ঠান্ডা লাগার কারনেই এই আসুস্থতা বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, করণদিঘী ব্লকের সিনানদিঘির গ্রামের বাসিন্দা কুসুমিতা দাস। মাদারগাছি হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কুসুমিতা। পরীক্ষা কেন্দ্র করণদিঘী হাইস্কুল। সিনানদিঘি গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিকে যোগযোগ ব্যাবস্থা নিয়ে প্রশাসন যতখানি সতর্ক থাকে পরীক্ষার দিন যত গড়ায় যোগাযোগ ব্যাবস্থা ক্রমশই শিথিল হয়ে যায়। কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে আসতেই হয়। তাই গাড়ির খোঁজে দূরদূরন্তের পরীক্ষার্থিরা ভোরেই বাড়ি থেকে বের হতে হচ্ছে। সেখানেই ঠান্ডার লেগে যাচ্ছে পরীক্ষার্থিদের। আজ যেমন ঘটল কুসুমিতার। পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়ল কুসুমিতা। বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রীকে করণদিঘী গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা শুরু করেছে।