উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর ও চোপড়া ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সহায়ক সহায়ক সরঞ্জাম প্রদান শিবিরে ইসলামপুর উর্দু মিডিয়াম হাই স্কুলে পরিদর্শন করেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুবেন্দ্র কুমার মিনা, কানাইয়া লাল আগরওয়াল সহ বিভিন্ন মানুষজন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন, আগে বিষয়গুলি বিভিন্ন এনজিও আয়োজন করত কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জেলা শাসক এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। জেলার অন্যান্য ব্লকেও ইতিপূর্বে সহায়ক সরঞ্জাম প্রদান শিবির অনুষ্ঠিত হয় এখানে আরো দুইদিন ধরে এই শিবির চলবে। এদিকে উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলে এই ক্যাম্প জেলা জুড়ে চালাচ্ছি। প্রথমে ক্যাম্পটি করা হয় রায়গঞ্জে, তারপর কালিয়াগঞ্জ, করণদিঘী ডালখোলা ও গোয়ালপুকুর এলাকায় করা হয়। যেহেতু চোপড়া দাসপাড়া থেকে রায়গঞ্জের দূরত্ব অনেক বেশি সে কারণে ইসলামপুরে এই ক্যাম্প করা হচ্ছে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশু দের সহায়ক যন্ত্র দেওয়া হচ্ছে আগামীতেও এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। আমি আগে যে জেলায় ছিলাম সেখানেও এই ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। এই কাজে প্রশাসন এর বিভিন্ন স্তরের মানুষজন পাশে দাঁড়িয়েছেন।