উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর ও চোপড়া ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সহায়ক সরঞ্জাম প্রদান শিবির সোমবার ইসলামপুর উর্দু মিডিয়াম হাই স্কুলে অনুষ্ঠিত হয়। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন, আগে বিষয়গুলি বিভিন্ন এনজিও আয়োজন করত কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যানার্জির নির্দেশে জেলা শাসক এই অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলার অন্যান্য ব্লকেও ইতিপূর্বে সহায়ক সরঞ্জাম প্রদান শিবির অনুষ্ঠিত হবে। এখানে এক সপ্তাহ ধরে এই শিবির চলবে।