সোলার প্যানেল ওয়াটার পিউরিফাই কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের কুনন্দরগাঁও এলাকায়। আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিলে এই কাজ শুরু করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার জানিয়েছেন, পন্ডিত পোতা ২নং গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত পাঁচটি সোলার প্যানেল ওয়াটার পিউরিফাই এর কাজ করা হয়েছে। পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের একটি দাবি ছিল পানীয় জলের। মানুষের দাবি মেনেই এই কাজ করা হচ্ছে এবং এলাকায় বিভিন্ন কাজও করা হচ্ছে। তবে রাস্তার সমস্যা এখানে দীর্ঘ সময়ের। সেই সমস্যাও খুবই দ্রুত সমাধান করা হবে।