তিনদিন পর নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার খোকসা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম চরণ হেমব্রম।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন চরণ হেমব্রম নামে ওই ব্যক্তি। গত তিনদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ের ভিতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।