ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগ তুলে গার্জিয়ান ফোরাম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্কুলে তদন্ত করতে আসেন মহকুমা (মাধ্যমিক) স্কুল পরিদর্শকের আধিকারিকরা। এদিন দুপুরে তদন্তে আসেন স্কুল পরিদর্শকের আধিকারিকা। স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার ও স্কুলের প্রেসিডেনট প্রেম কমল রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে কার্জিয়ান ফোরাম কমিটির সাথে বৈঠক করা হয়। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে বৈঠক। বৈঠকে দুই পক্ষের অভাব অভিযোগ শোনেন আধিকারিকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলের প্রায় ৯ লক্ষ টাকা আর্থিক তচ্ছরূপ করেছেন স্কুলের প্রেসিডেনটকে সঙ্গে নিয়ে । বৈঠক চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক ও প্রেসিডেনট কে ঘিরে ক্ষোভে ফেটে পড়ের গার্জিয়ান ফোরাম কমিটির সদস্যরা। এরপর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রধান শিক্ষকের কাছে স্কুলের আর্থিক তচ্ছরূপের প্রায় ৯ লক্ষ টাকার মধ্যে কিছুদিন আগেই প্রায় ৫ লক্ষ টাকা স্কুলের একাউন্টে জমা করেছেন বলে খবর। এবং বাকি চার লক্ষ টাকা ১৫ জানুয়ারি মধ্যে স্কুলের একাউন্টে জমা করার কথা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা জমা না দেওয়ায় প্রধান শিক্ষকের অফিসের দরজা সিল করে স্কুলে না আসার ফতোয়া জারি করা হয়ে ছিল গার্জিয়ান ফোরাম কমিটির পক্ষ থেকে। সেই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকরা এসে সমস্ত কিছু তদন্ত করে দেখেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্কুলের বাকি টাকা স্কুলের একাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে গার্জিয়ান ফোরাম কমিটির সদস্যরা জানায় আধিকারিকরা। সমস্ত কিছু তদন্ত করে ডি আই কে, রিপোর্ট জমা করার কথা জানিয়েছে মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিক প্রসেনজিৎ প্রসাদ কর।