রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে মহান লেনিনের প্রয়াণ শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় ।শ্রেণী বৈষম্যের লড়াই থেকে মানুষকে সঙ্ঘবদ্ধ করতে এবং মানুষের ঐক্যকে মজবুত করার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা স্বপ্ন বাস্তবায়নের কৌশল প্রয়োগের কথা বলেন সিপিআইএম নেতা জিবেশ সরকার। তিনি বলেন, কোন সময়ে কিভাবে লড়াইয়ের অভিমুখ কে ব্যবহার করতে হবে তা দেখিয়েছেন মহামতি লেনিন।ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই কে আরও শান দিতে হবে। জাতের লড়াই ধর্মের লড়াই এর বিরুদ্ধে বিকল্পের লড়াইকে সংকটের মধ্যেই খুঁজতে হবে। ভাঙ্গতে হবে সাম্প্রদায়িক হানাহানি। সংকটকে তীব্র করে মানুষের মানুষের ভেদাভেদির রাজনীতি বিরুদ্ধে লড়াই কে আরও উন্নত করার আহ্বান জানান তিনি। সমাজতান্ত্রিক বিপ্লবের রুপকার মহামতি লেনিনের মৃত্যুর শতবর্ষের স্মরণ অনুষ্ঠানে জিবেশ সরকার ছাড়াও বক্তব্য রাখেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির রাজ্য নেতা রাজকুমার বসাক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক আব্দুল করিম ,এস ইউ সি আই কমিউনিস্ট নেতা সুজন পাল,আর এসপি নেতা বন্ধন দাস, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুপ্রীতি ঘোষ মজুমদার,বিকাশ দাস ,রঘুপতি মুখার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোরঞ্জন বিশ্বা