ইসলামপুরের জগতাগাও এলাকার একটি চা বাগানে গত ডিসেম্বর মাসের বেতন এখনো না হওয়ায় মহকুমা শ্রম দপ্তরের শরণাপন্ন হলো তৃণমূল চা বাগিচা শ্রমিক ইউনিয়ন। এদিন সংগঠনের পক্ষ থেকে নগেন সিংহ ও প্রেম কমল রায়চৌধুরী প্রশাসনের কাছে নিজেদের দাবি নিয়ে হাজির হন। তারা বলেন , আমরা গত মাসের বেতন সহ বেশ কিছু দাবি নিয়ে ইতিধ্যেই মালিক পক্ষের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের কথপোকথন শুধু মিটিংএই সীমা বদ্ধ রেয়েগেছে।এখনো কোনো অগ্রগতি হয় নি সে বিষয়ে। অপর দিকে শ্রম দপ্তরের আধিকারিক জানান, সবটাই শোনা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *